Ajker Patrika

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একাত্তর টিভির বিরুদ্ধে মামলার দাবি কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে একাত্তর টিভির বিরুদ্ধে মামলার দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কারকৃত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী এ এম নূর উদ্দীনকে একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অভিযুক্ত শিক্ষার্থীর দাবি তিনি এ কাজে জড়িত নন। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়া তাঁর বহিষ্কার মানেন না সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়া স্বরূপ দ্রুত এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে দুই দফা দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে উল্লেখ করা হয়, দ্রুত এএম নূর উদ্দীনের বহিষ্কার প্রত্যাহার করতে হবে এবং ৭১ টিভির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানহানির মামলা দায়ের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা মামলা দায়ের করবে।

একাত্তর টিভির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানহানির মামলা দায়ের করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা মামলা দায়ের করবে বলে জানান শিক্ষার্থীরাএ বিষয়ে আইন বিভাগের তরিকুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি কর্তৃক সুস্পষ্ট কোনো তথ্য ও প্রমাণ উপস্থাপন ব্যতীত বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। প্রশাসন অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এমন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তাই আমরা দুই দফা দাবি করেছি। দাবি পূরণ না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা গ্রহণ করব।’

উল্লেখ্য, গত সোমবার (১৩ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এটিএম বুথের সামনে ৭১ টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এএম নূর উদ্দীনকে পরের দিন মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত