Ajker Patrika

নোয়াখালীতে বিদ্যুতের খুঁটি চাপা পড়ে পথচারী যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বিদ্যুতের খুঁটি চাপা পড়ে পথচারী যুবক নিহত

নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে বিদ্যুতের খুঁটি চাপা পড়ে তানভীর হাসান (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পৌর এলাকার সোনাপুর জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তানভীর চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙ্গিনী এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। নিহত তানভীর হাসান এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে কর্মস্থলে যাচ্ছিলেন তানভীর। সোনাপুর জিরো পয়েন্ট হয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক দিয়ে যাওয়ার পথে সড়কের পাশে স্থাপন করা বিদ্যুতের একটি খুঁটি তাঁর ওপর পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়। এ সময় একটি শিশু আহত হলে স্থানীয়রা তাকে সোনাপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ময়নাতদন্তের জন্য তানভীরের লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, দুই-তিন দিন আগে খুঁটিগুলো স্থাপন করা হয়। খুঁটির পাশে খাল কাটার কারণে বৃষ্টিতে মাটি সরে যায়। একপর্যায়ে সেটি পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত