Ajker Patrika

লক্ষ্মীপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক আবদুর রহিম, জাকির হোসেন ও কনস্টেবল মোজাম্মেল হোসেন। আহত তিন পুলিশ সদস্যসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় শিপন খলিফা, ইব্রাহিম খলিল, এম সজিব, রিয়াজ হোসেন ও ইদ্রিস হোসেনসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩ মার্চ চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয় কামাল হোসেনকে। কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আজ বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে আফজাল রোডের মুখে একটি আনন্দ মিছিল বের করেন কামাল হোসেনের সমর্থকেরা। 
এর আগে প্রস্তুতি কমিটিকে প্রত্যাখান করে বাজারের নিউমার্কটের সামনে প্রতিবাদ সভা ও মিছিল করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সোলাইমানের পক্ষের লোকজন। তখন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, কমিটি বাতিল না করে গোপনে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। এই কমিটি কোনো নেতা-কর্মী মেনে নেননি। এর প্রতিবাদে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তখন নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল হোসেন বলেন, বিনা উসকানিতে কাজী সোলাইমানের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে আর কোনো কমিটি নাই। কেউ কমিটি দাবি করলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত