বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আট ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
থানচির চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো (আওয়ামী লীগ, নৌকা), বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো ও ক্রাপ্রু অং; তিন্দু ইউনিয়নে মংপ্রু অং (আওয়ামী লীগ, নৌকা) থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা; রেমাক্রি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা (আওয়ামী লীগ, নৌকা) ও চসিং মং মারমা; বলিপাড়া ইউনিয়নে জিং অং (আওয়ামী লীগ, নৌকা), ক্যসাউ মারমা ও মংক্যচিং।
রোয়াংছড়ির চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মেহ্লা অং (আওয়ামী লীগ, নৌকা), উমংসিং, সাহ্লা অং, থোয়াইচপ্রু, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা; তারাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ, নৌকা), উনু প্রু মারমা এবং শৈনুপ্রু মারমা; আলেক্ষ্যং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আওয়ামী লীগ, নৌকা), লাফ্রাদ ত্রিপুরা, হ্লাশৈচিং মারমা, কমল কান্তি বড়ুয়া ও একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা; নোয়াপতং ইউনিয়নে চ নু মং (আওয়ামী লীগ, নৌকা) সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা ও মংপু হেডম্যান।
থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১৯ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি রোয়াংছড়ির সদর ইউনিয়নে আট জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে রয়েছেন পাঁচজন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আট ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
থানচির চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো (আওয়ামী লীগ, নৌকা), বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো ও ক্রাপ্রু অং; তিন্দু ইউনিয়নে মংপ্রু অং (আওয়ামী লীগ, নৌকা) থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা; রেমাক্রি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা (আওয়ামী লীগ, নৌকা) ও চসিং মং মারমা; বলিপাড়া ইউনিয়নে জিং অং (আওয়ামী লীগ, নৌকা), ক্যসাউ মারমা ও মংক্যচিং।
রোয়াংছড়ির চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মেহ্লা অং (আওয়ামী লীগ, নৌকা), উমংসিং, সাহ্লা অং, থোয়াইচপ্রু, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা; তারাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ, নৌকা), উনু প্রু মারমা এবং শৈনুপ্রু মারমা; আলেক্ষ্যং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আওয়ামী লীগ, নৌকা), লাফ্রাদ ত্রিপুরা, হ্লাশৈচিং মারমা, কমল কান্তি বড়ুয়া ও একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা; নোয়াপতং ইউনিয়নে চ নু মং (আওয়ামী লীগ, নৌকা) সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা ও মংপু হেডম্যান।
থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১৯ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি রোয়াংছড়ির সদর ইউনিয়নে আট জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে রয়েছেন পাঁচজন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগেমহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।
২২ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি ট্রাক্টরটি ফেরত চাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় দুই মাস আগে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
৩১ মিনিট আগেবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই ৩৬ হলের আগের নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল। নাম পরিবর্তনের প্রতিবাদ ও আগের নাম বহাল রাখার দাবিতে গত ৯ জানুয়ারি রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হলে আন্দোলন করেন একদল ছাত্রী। এ ছাড়া কয়েক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগের দাবি...
৩৭ মিনিট আগে