Ajker Patrika

দাফনের পর পাওয়া গেল দেনার ভয়ে আত্মগোপনে থাকা রহিমকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ৫৩
আবদুর রহিম। ছবি: সংগৃহীত
আবদুর রহিম। ছবি: সংগৃহীত

পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পাওনাদারদের ভয়ে আত্মগোপনে থাকা রহিমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তাঁর বলে যে লাশটি দাফন করা হয়েছে, এখনো সেটির পরিচয় উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।

৩ মে চট্টগ্রাম নগরীর রুমঘাটা এলাকায় চাক্তাই খালে হাত বাঁধা অবস্থায় মধ্যবয়সী এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ এটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

পরদিন দুপুরে ভোলা থেকে আসা উবাইদুল্লাহ নামের এক ব্যক্তি লাশটি তাঁর নিখোঁজ ছেলে রহিমের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত শেষে লাশটি গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যান উবাইদুল্লাহ। ৪ মে লাশের দাফন হয়। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনের সূত্র ধরে রহিমকে জীবিত অবস্থায় খোঁজ পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্র জানায়, চট্টগ্রামের দেওয়ানবাজারে একটি ভবনের নির্মাণশ্রমিকের কাজ করা রহিম ১ মে থেকে নিখোঁজ ছিলেন। তিনি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কয়েক দিন বন্ধ রেখে আবার সচল করতেন।

খালে লাশ পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুর রহিমের সঙ্গে লাশের চেহারার প্রায় মিল আছে। এতে রহিমের পরিবারের সদস্যরা লাশটি তাঁর বলে ভুলবশত নিয়ে যান। পরে রহিমকে পাওয়া যায়। আমরা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে লাশের সঙ্গে রহিমের কোনো সম্পৃক্ততা না পাওয়া ও অন্য কোনো উদ্দেশ্য না থাকায় তাঁকে পরিবারের হেফাজতে তুলে দেওয়া হয়।’

উপপরিদর্শক বাহার জানান, অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে পুলিশ কাজ করছে। পিবিআই লাশের আঙুলের ছাপ নিয়েছিল। কিন্তু পচন ধরায় ছাপ ভালোভাবে না ওঠায় কারও সঙ্গে মেলেনি। এখন পুলিশ লাশের ডিএনএ ও ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর তাকিয়ে আছে। এসব প্রতিবেদন পেলে আশা করা যায় পরিচয় উদ্‌ঘাটন সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত