লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা।
আটককৃত জেলেরা হলেন, নিজাম উদ্দিন, নিরব হোসেন, রিয়াদ হোসেন, শাহজাহান, সজিব হোসেন, সাহাবুদ্দিন, সবুজ হোসেন, হেজু ইসলাম, লিটন মাঝি, শিপন হোসেন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি কমলনগর ও সদর উপজেলায়।
এর আগে, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনার মতিরহাট, লুধুয়া, চরকালকিনি, মজুচৌধুরীরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্য বিভাগ, নৌ–পুলিশ মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৫০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছি। প্রতিদিন কয়েক ভাগে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করা হয়। ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় শতাধিক অভিযান পরিচালনা করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল–জরিমানার বিধান রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা।
আটককৃত জেলেরা হলেন, নিজাম উদ্দিন, নিরব হোসেন, রিয়াদ হোসেন, শাহজাহান, সজিব হোসেন, সাহাবুদ্দিন, সবুজ হোসেন, হেজু ইসলাম, লিটন মাঝি, শিপন হোসেন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি কমলনগর ও সদর উপজেলায়।
এর আগে, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনার মতিরহাট, লুধুয়া, চরকালকিনি, মজুচৌধুরীরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্য বিভাগ, নৌ–পুলিশ মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৫০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছি। প্রতিদিন কয়েক ভাগে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করা হয়। ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় শতাধিক অভিযান পরিচালনা করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল–জরিমানার বিধান রাখা হয়েছে।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
২ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৮ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৯ ঘণ্টা আগে