Ajker Patrika

সোমবার থেকে আদালতে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩৮
সোমবার থেকে আদালতে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আগামীকাল সোমবার সকাল থেকে আদালতে ফিরবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সকালে জেলা সার্কিট হাউসে জেলা জজসহ একাধিক বিচারক, স্থানীয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া আশ্বাসে আদালতের অচলাবস্থা দ্রুত নিরসন হবে বলে আইনজীবীরাও জানিয়েছেন। তবে তাঁরা কাল আইনজীবী সমিতির সভা করে সিদ্ধান্ত নেবেন। 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অনুষ্ঠানে যোগদানের জন্য জেলা সার্কিট হাউসে পৌঁছান আইনমন্ত্রী। এরপর তাঁর সঙ্গে সভায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আইনসচিব গোলাম সারোয়ার, জেলা জজ শারমিন নিগার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক রবিউল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সভাপতি শফিউল আলম ও নাজমুল হোসেন, আইনজীবী মাহবুব আলমসহ ২৫-৩০ জন আইনজীবী। 

সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বর্জনের বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। আইনজীবীরা আদালত বর্জন প্রত্যাহার করবেন। আইনজীবীরা কাল (সোমবার) আদালতে যাবেন।’ 

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা বলেন, ‘আইনমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় আমরা বলেছি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর মোহাম্মদ ফারুকের বিষয়ে কোনো ছাড় আইনজীবীরা দেবেন না। আইনমন্ত্রী আনিসুল হক দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

‘তিনি জেলা জজ শারমিন নিগারের বিষয়ে আমাদের নমনীয় হতে বলেছেন। আমরা বিষয়টি সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব বলে জানিয়েছি। সোমবার আইনজীবীদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী সিদ্ধান্ত হবে।’ 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাঁদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা। পরবর্তী সময় তাঁদের দাবি আদায় না হওয়ায় ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় আদালত বর্জনের ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত