Ajker Patrika

নোয়াখালীর সুবর্ণচরে ভোট কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে ভোট কেন্দ্রে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে পরাজিত সোহরাব হোসেন (টিউবওয়েল প্রতীক) নামের এক মেম্বার প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এ সময় চার পুলিশ ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। 

সোমবার রাত পৌনে ৮টার দিকে দারুল উলুম কাওমী মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, কুমিল্লা পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মো. তারেক, শাহাদাত হোসেন, উক্য মারমান, রায়হান রাজা এবং আনসার সদস্য ফারুক হোসেন ও আলা উদ্দিন। আহতদের উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের ভোট কেন্দ্রের হামলায় আহত এক আনসার সদস্যস্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করেন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুবুল ইসলাম। মেম্বার প্রার্থীদের ফলাফল ঘোষণার পর কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণ পর উত্তেজিত লোকজন কেন্দ্রের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মাকসুদুর রহমান জানান, ফলাফল ঘোষণার পর ২ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন তাঁর ফলাফল ভুল হয়েছে বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এর কিছুক্ষণ পর তিনি তাঁর লোকজন নিয়ে তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কয়েকজন পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ৭ রাউন্ড গুলি করে। পরে পার্শ্ববর্তী নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের প্রটোকল দিয়ে নিয়ে যায়। 

প্রিজাইডিং অফিসার মাহবুবুল ইসলাম বলেন, পরাজিত হওয়ার পর মেম্বার প্রার্থী সোহরাব কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা কেন্দ্রে ভাঙচুরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত