চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শান্তিবাজার-কাকারা, মানিকপুর-ইয়াংছা আঞ্চলিক সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার গ্রামের মৃত আবজুল আহম্মেদের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও পূর্ব বড় ভেওলার ফজুমিয়াজির ছড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার উদ্দিন (৩০)। আহতরা হলেন মোহাম্মদ এহসান ও শেফায়েত হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবানের লামা উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝের ফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। চালকসহ অটোরিকশায় থাকা আরও দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শহীদুল ইসলামের বড় ভাই লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ব্যবসার কাজে লামা গিয়েছিলেন তাঁর ভাই। কাজ শেষে রাতে একটি সিএনজি অটোযোগে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িটি কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর ভাইয়ের প্রাণ কেড়ে নেয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ বাকি আইনগত প্রক্রিয়া চলমান।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শান্তিবাজার-কাকারা, মানিকপুর-ইয়াংছা আঞ্চলিক সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার গ্রামের মৃত আবজুল আহম্মেদের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও পূর্ব বড় ভেওলার ফজুমিয়াজির ছড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার উদ্দিন (৩০)। আহতরা হলেন মোহাম্মদ এহসান ও শেফায়েত হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবানের লামা উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝের ফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। চালকসহ অটোরিকশায় থাকা আরও দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শহীদুল ইসলামের বড় ভাই লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ব্যবসার কাজে লামা গিয়েছিলেন তাঁর ভাই। কাজ শেষে রাতে একটি সিএনজি অটোযোগে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িটি কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর ভাইয়ের প্রাণ কেড়ে নেয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ বাকি আইনগত প্রক্রিয়া চলমান।’
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
৮ মিনিট আগেকুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ নষ্টের অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
১৬ মিনিট আগে