Ajker Patrika

হিজলায় দেড় কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ। ছবি: আজকের পত্রিকা
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর মেমানিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে এই রেণু জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসব রেণু ও দুই ইঞ্জিনের একটি বড় ট্রলার জব্দ করে।

হিজলা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়, যার দাম প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রলারটি জব্দ করা হয়েছে। ট্রলারটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

হিজলা উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত