Ajker Patrika

বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ডিএসএ আইনে মামলা করল ছাত্রলীগ নেতা  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের বিরুদ্ধে ডিএসএ আইনে মামলা করল ছাত্রলীগ নেতা  

বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে (ডিএসএ) মামলা করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী ‘যুদ্ধাপরাধী ছিল না’—এমন মন্তব্য তিনি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন ছাত্রলীগ নেতা সোহরাব হোসাইন।

তবে মামলায় আনীত অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেছেন রফিকুল হায়দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু অপরাধের কারণে গবেষণা ইনস্টিটিউটের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এ কারণে ষড়যন্ত্র করে একটি নাটক সাজানো হয়। এর আগে দেশের একটি প্রধান গোয়েন্দ সংস্থা তদন্ত করেছে। তারা কিছু পায়নি।’

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১ (২), ২৫ (২) ও ৩১ (২) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার বাদী সোহরাব হোসাইন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি এবং সিটি কলেজ ছাত্র সংসদের সদস্য।

মামলার এজাহারে বলা হয়, গত ২০ মে ফেসবুকে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় ১৯ এপ্রিল ‘সাকা কখনো যুদ্ধাপরাধী ছিল না: বন গবেষণাগারের পরিচালক ড. রফিকুল হায়দার’ শিরোনামে একটি এবং দৈনিক সকালের সময় পত্রিকার ২৮ মার্চে ‘বাংলাদেশ বন গবেষণাগার পরিচালকের যুদ্ধাপরাধীদের নিরাপরাধ দাবি করে বক্তব্য’ শিরোনামের আরেকটি প্রতিবেদন দেখতে পাই।

বন গবেষণাগারে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পরিচালক রফিকুল হায়দার ওই বক্তব্য দেন। এর ৪৪ সেকেন্ডের একটি অডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে রফিকুল হায়দার বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিল না। তার এলাকায় যাও খবর নাও। তার একটাই দোষ হাসিনাকে আঘাত করছে সংসদে দাঁড়িয়ে।’

আসামি রফিকুল হায়দারের এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা, বিচার বিভাগ ও মহান মুক্তিযুদ্ধের প্রতি অবমাননাকর এবং রাষ্ট্র বিরোধী বক্তব্য করে গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করেছে। আসামি এই বক্তব্যের মাধ্যমে ‘স্বাধীনতা বিরোধী চক্রকে আরও ‍উচ্ছৃঙ্খল করে তুলছে’ বলেও অভিযোগ করা হয় মামলার এজাহারে।

সোহরাব হোসাইন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে থেকে তিনি আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। এই বক্তব্যের কারণে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই বন গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকার বাসিন্দা ও একজন সচেতন নাগরিক হিসেবে আমি মামলা করেছি।’

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত অভিযোগ নেওয়া পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার শাখাকে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত