বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বেড়েছে বহিরাগতদের আগমন। ফলে আগামীকাল মঙ্গলবার ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, লামার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন ভিন্ন তিনটি উপজেলার সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের আসা-যাওয়া বেড়ে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং প্রার্থীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও বহিরাগতদের কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ফাঁসিয়াখালীতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করার খবর পাওয়া গেছে।
নাম প্রকাশ না করে আজিজনগর, ফাইতং ও সরই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নগুলো লোহাগাড়া এবং চকরিয়া উপজেলার পাশে হওয়ায় সেখান থেকে অনেকে আসছেন। তাঁদের অনেকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাঁদের দিয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। ফলে কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া রূপসীপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার পাশে হওয়ায় সেখান থেকেও বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করে ভোটে প্রভাব ফেলতে পারে বলে জানান এলাকাবাসী।
সরই ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার লোক আসছেন, এর মধ্যে রোহিঙ্গারাও আছেন, যা এলাকার জন্য বিপজ্জনক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বহিরাগতদের চলে যেতে সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে স্থানীয় সচিবদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামীকাল (মঙ্গলবার) ভোটের দিনে বহিরাগত কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বেড়েছে বহিরাগতদের আগমন। ফলে আগামীকাল মঙ্গলবার ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, লামার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন ভিন্ন তিনটি উপজেলার সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত ব্যক্তিদের আসা-যাওয়া বেড়ে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং প্রার্থীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও বহিরাগতদের কাজে লাগিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ফাঁসিয়াখালীতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করার খবর পাওয়া গেছে।
নাম প্রকাশ না করে আজিজনগর, ফাইতং ও সরই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়নগুলো লোহাগাড়া এবং চকরিয়া উপজেলার পাশে হওয়ায় সেখান থেকে অনেকে আসছেন। তাঁদের অনেকে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাঁদের দিয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। ফলে কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া রূপসীপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার পাশে হওয়ায় সেখান থেকেও বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করে ভোটে প্রভাব ফেলতে পারে বলে জানান এলাকাবাসী।
সরই ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার লোক আসছেন, এর মধ্যে রোহিঙ্গারাও আছেন, যা এলাকার জন্য বিপজ্জনক।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বহিরাগতদের চলে যেতে সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে স্থানীয় সচিবদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামীকাল (মঙ্গলবার) ভোটের দিনে বহিরাগত কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
৬ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১২ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১৯ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে