Ajker Patrika

বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ১৫

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০: ৫৩
বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ১৫

ফেনীতে বিএনপির রোডমার্চে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির ১৫ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া বহরের ১৫টি গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে বের হয়। বহরটি কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে যায়। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ফেনীর রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে নিজ বাড়ি থেকে ফেনীর অভিমুখে যাত্রা করেন ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ।

গাড়িবহরটি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সরকার দলের নেতা-কর্মীরা বিএনপির গাড়িবহরে হামলা চালান। এতে বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া চারটি বাস, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয় বলে জানান তিনি।

হাসনা জসীমউদ্‌দীন মওদুদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে গাড়িবহর নিয়ে রোডমার্চে যাচ্ছিলাম। আমার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়িবহরে হামলা করে। ওই সময় ১৫ গাড়ি ভাঙচুর করে এবং অনেক নেতা-কর্মীদের আহত করা হয়।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছু জানি না।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, বিএনপির রোডমার্চে হামলার বিষয়ে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত