বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
জয়মণি দাশের বয়স ১০ বছর। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে মামাদের সঙ্গে মাছ কেটে দিতে সহযোগিতা করে সে। এ কাজের জন্য পাওয়া ৫০ টাকা মায়ের হাতে তুলে দেয় জয়মণি। এমন শুধু জয়মণি নয়, ২০ থেকে ২৫ জন নানা বয়সী মানুষ এই বাজারে মাছ কাটতে আসে, যাদের বেশির ভাগই শিশু-কিশোর। অনটনের সংসার চালাতে নিজেরা হয়েছে অংশীজন।
জানা যায়, উপজেলায় মাছের সবচেয়ে বড় বাজার হলো শাকপুরা চৌমুহনী বাজার। বিভিন্ন উপজেলা থেকে এই বাজারে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। সপ্তাহে দুই দিন রবি ও বুধবার হাট বসে এই বাজারে। মাছ বেশি কেনাবেচা হয়, সেই সঙ্গে কাটাকুটি করার জন্যও বসে অন্য দিনের তুলনায় বেশি লোক।
সরেজমিনে দেখা যায়, বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে শিশু জয়মণির মামা সাগর মণি ও শ্রাবণ মণি দাস মাছ কেটে দেন। তাঁদের সঙ্গে জয়মণিও মাছ কেটে দিচ্ছে। শুধু জয়মণি নয়, ২০ থেকে ২৫ জন নানা বয়সী মানুষ এই বাজারে মাছ কাটতে এসেছে, যাদের বেশির ভাগই শিশু-কিশোর। মাছ কাটাকুটিতে ব্যস্ত তারাও। একজন মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে, অন্যজন টুকরো করে দিচ্ছে।
বাজারে মাছ কিনে কেটে নিচ্ছেন আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যক্তি। প্রতিবেদকের কথা হয় তাঁর সঙ্গে। আবুল কালাম বলেন, ‘তিন কেজি ওজনের একটি রুই মাছ ৩৫ টাকায় কেটে নিয়েছি। কয়েক মিনিটে কেটে দিয়েছে ওরা। বাড়িতে আস্ত নিয়ে গেলে এত অল্প সময়ে কাটা যেত না।’
শাহীনুর কিবরিয়া (৩৫) নামে অন্য একজন ক্রেতা বলেন, ‘ছোট-বড় মাছ যা-ই বলেন, এখনকার বউয়েরা কাটতে চায় না। তাই ইচ্ছে না থাকলেও মাছ কেনার পর কেটে নেই।’
বাজারে মাছ কেটে দেওয়ার কাজ করেন সাগর মণি দাস। তাঁর সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, ‘বাজারে রাস্তার পাশে দৈনিক ৩০০ টাকা ভাড়া দিয়ে বসতে হয়। গত ১০ বছর যাবৎ এই বাজারে মাছ কাটার কাজ করি। প্রতি কেজি ১০-১৫ টাকা হিসেবে নেই। কেউ কেউ খুশি হয়ে বেশি টাকা দেয়, কেউ আবার কম দেয়। খরচ বাদে দিনে ৪০০ থেকে ৬০০ টাকার মতো থাকে। এতেই কোনো রকমে সংসার চলে যাচ্ছে।’
এই বাজারে মাছ কাটার কাজ করেন রনি দাসও। তিনি বলেন, ‘সকাল থেকে শুরু করি, রাত ১০টায় বাড়ি যাই। আমাদের একজন করে সহযোগী রাখা আছে। এই সহযোগীরা কাস্টমার ডাকে, মাছের আঁশ ছাড়ায়, থলেতে কাটা মাছ ভরে দেয়। আর আমরা কাটাকাটি করি।’
জয়মণি দাশের বয়স ১০ বছর। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে মামাদের সঙ্গে মাছ কেটে দিতে সহযোগিতা করে সে। এ কাজের জন্য পাওয়া ৫০ টাকা মায়ের হাতে তুলে দেয় জয়মণি। এমন শুধু জয়মণি নয়, ২০ থেকে ২৫ জন নানা বয়সী মানুষ এই বাজারে মাছ কাটতে আসে, যাদের বেশির ভাগই শিশু-কিশোর। অনটনের সংসার চালাতে নিজেরা হয়েছে অংশীজন।
জানা যায়, উপজেলায় মাছের সবচেয়ে বড় বাজার হলো শাকপুরা চৌমুহনী বাজার। বিভিন্ন উপজেলা থেকে এই বাজারে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। সপ্তাহে দুই দিন রবি ও বুধবার হাট বসে এই বাজারে। মাছ বেশি কেনাবেচা হয়, সেই সঙ্গে কাটাকুটি করার জন্যও বসে অন্য দিনের তুলনায় বেশি লোক।
সরেজমিনে দেখা যায়, বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে শিশু জয়মণির মামা সাগর মণি ও শ্রাবণ মণি দাস মাছ কেটে দেন। তাঁদের সঙ্গে জয়মণিও মাছ কেটে দিচ্ছে। শুধু জয়মণি নয়, ২০ থেকে ২৫ জন নানা বয়সী মানুষ এই বাজারে মাছ কাটতে এসেছে, যাদের বেশির ভাগই শিশু-কিশোর। মাছ কাটাকুটিতে ব্যস্ত তারাও। একজন মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে, অন্যজন টুকরো করে দিচ্ছে।
বাজারে মাছ কিনে কেটে নিচ্ছেন আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যক্তি। প্রতিবেদকের কথা হয় তাঁর সঙ্গে। আবুল কালাম বলেন, ‘তিন কেজি ওজনের একটি রুই মাছ ৩৫ টাকায় কেটে নিয়েছি। কয়েক মিনিটে কেটে দিয়েছে ওরা। বাড়িতে আস্ত নিয়ে গেলে এত অল্প সময়ে কাটা যেত না।’
শাহীনুর কিবরিয়া (৩৫) নামে অন্য একজন ক্রেতা বলেন, ‘ছোট-বড় মাছ যা-ই বলেন, এখনকার বউয়েরা কাটতে চায় না। তাই ইচ্ছে না থাকলেও মাছ কেনার পর কেটে নেই।’
বাজারে মাছ কেটে দেওয়ার কাজ করেন সাগর মণি দাস। তাঁর সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, ‘বাজারে রাস্তার পাশে দৈনিক ৩০০ টাকা ভাড়া দিয়ে বসতে হয়। গত ১০ বছর যাবৎ এই বাজারে মাছ কাটার কাজ করি। প্রতি কেজি ১০-১৫ টাকা হিসেবে নেই। কেউ কেউ খুশি হয়ে বেশি টাকা দেয়, কেউ আবার কম দেয়। খরচ বাদে দিনে ৪০০ থেকে ৬০০ টাকার মতো থাকে। এতেই কোনো রকমে সংসার চলে যাচ্ছে।’
এই বাজারে মাছ কাটার কাজ করেন রনি দাসও। তিনি বলেন, ‘সকাল থেকে শুরু করি, রাত ১০টায় বাড়ি যাই। আমাদের একজন করে সহযোগী রাখা আছে। এই সহযোগীরা কাস্টমার ডাকে, মাছের আঁশ ছাড়ায়, থলেতে কাটা মাছ ভরে দেয়। আর আমরা কাটাকাটি করি।’
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
১ মিনিট আগেঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৫ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১০ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৫ মিনিট আগে