Ajker Patrika

নোয়াখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ১ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২: ৪৮
নোয়াখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ১ যাত্রী নিহত

নোয়াখালীতে মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফখরুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকালে জেলা সদরের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে রামগতি থেকে সোনাপুর বাজারে যাছিলেন ফখরুল ইসলামসহ কয়েকজন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁদের অটোরিকশাটি মন্নাননগর চৌরাস্তা পার হয়ে নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত