Ajker Patrika

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লালখান বাজার এলাকার আক্তারুজ্জামান ফ্লাইওভারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও সখিনা ফাতেমী (৩৫)। ধারণা করা হচ্ছে নিহতরা দুজন স্বামী–স্ত্রী। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানান, ইকবাল উদ্দিন চৌধুরী ও সখিনা ফাতেমী মোটরসাইকেলে চড়ে জিইসি মোড় এলাকা থেকে লালখান বাজারের দিকে আসছিলেন। ফ্লাইওভারের সামনে আসলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তারা দুজন মারা যান। 

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত