Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মক্তবের শিক্ষককে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৫: ১৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মক্তবের শিক্ষককে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক মক্তবের শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশের পাহাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুর মোহাম্মদ (৩০) আশ্রয়শিবিরের ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পের একটি মক্তবে শিক্ষকতা করতেন। 

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ‘আজ ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী পথ রোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মরদেহ উদ্ধার করে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শামীম হোসেন বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর রোহিঙ্গা আশ্রয়শিবিরে রোহিঙ্গা স্যলভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে দ্বন্দ্বে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত