চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে রাত ১০টায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ ও রাব্বি। তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রথমে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গিয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে গত সোমবার বিকেলে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আজকের পত্রিকাকে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুরের হাজীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে রাত ১০টায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ ও রাব্বি। তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রথমে পুলিশ গিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম গিয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে গত সোমবার বিকেলে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আজকের পত্রিকাকে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
১০ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১৮ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
২৬ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
৩৬ মিনিট আগে