Ajker Patrika

চাঁদপুরে এবারও সেরা ৩ প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯: ১৮
চাঁদপুরে এবারও সেরা ৩ প্রতিষ্ঠান

এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে। প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। বিগত বছরগুলোতেও এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করে।

আজ শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩১ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা বলেন, এই ফলে শিক্ষকদের অনেক অবদান রয়েছে। শিক্ষকেরা আন্তরিক না হলে এই ফল অর্জন করা সম্ভব হতো না।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৯ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখাসহ চারটি শাখা থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮০ জন। পাসের  হার ৯৮.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত