নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ব্যবস্থা করবে। এ ছাড়া শিশুটির বাবা হিসেবে পরিচিত হবে ওই আসামি।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা একটি ধর্ষণ মামলায় এ রায় দেন।
আদালতের রায়ে মো. শাহজাহান (২৪) নামের ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মুরাদপুর গ্রামে।
২০১৬ সালের ১৫ মে মিরসরাই উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে মো. শাহজাহানকে আসামি করে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়। ট্রাইব্যুনাল-৭-এর পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অপরাধ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
পিপি বলেন, ‘ধর্ষণের ফলে ওই কিশোরী একটি পুত্রশিশু জন্ম দেয়। আদালত আদেশে বলেছেন, ওই শিশুর সব ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আসামির সম্পত্তি থেকে ব্যয়ভার বহন করা হবে। এজন্য সরকার আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া আসামি জন্মগ্রহণ করা তর্কিত শিশুর পিতা হিসেবে সমাজে পরিচিত হবে।’
এর আগে আদালত কিশোরীর মামলাটি আমলে নিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন ওসি। পরে ওসির সেই প্রতিবেদনে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পিপি আরিফুল ইসলাম বলেন, ‘আসামি ওই শিশুর পিতৃত্ব অস্বীকার করেন। পরে মামলার বাদীর বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতা হিসেবে ওই আসামি প্রমাণিত হয়।’
ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ব্যবস্থা করবে। এ ছাড়া শিশুটির বাবা হিসেবে পরিচিত হবে ওই আসামি।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা একটি ধর্ষণ মামলায় এ রায় দেন।
আদালতের রায়ে মো. শাহজাহান (২৪) নামের ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মুরাদপুর গ্রামে।
২০১৬ সালের ১৫ মে মিরসরাই উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে মো. শাহজাহানকে আসামি করে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়। ট্রাইব্যুনাল-৭-এর পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অপরাধ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
পিপি বলেন, ‘ধর্ষণের ফলে ওই কিশোরী একটি পুত্রশিশু জন্ম দেয়। আদালত আদেশে বলেছেন, ওই শিশুর সব ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আসামির সম্পত্তি থেকে ব্যয়ভার বহন করা হবে। এজন্য সরকার আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া আসামি জন্মগ্রহণ করা তর্কিত শিশুর পিতা হিসেবে সমাজে পরিচিত হবে।’
এর আগে আদালত কিশোরীর মামলাটি আমলে নিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন ওসি। পরে ওসির সেই প্রতিবেদনে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পিপি আরিফুল ইসলাম বলেন, ‘আসামি ওই শিশুর পিতৃত্ব অস্বীকার করেন। পরে মামলার বাদীর বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতা হিসেবে ওই আসামি প্রমাণিত হয়।’
আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সব কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।
২ মিনিট আগেগাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের
১২ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় বনগ্রাম জনতা ব্যাংক শাখার ম্যানেজার হেমায়েত করিমকে গ্রাহকদের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাংকজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ব্যাংক ম্যানেজার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে বনগ্রাম জনতা ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড়।
১২ মিনিট আগেমাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামের এক চা-দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার চার যাত্রী। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে