Ajker Patrika

কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ২ জন নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরে থাকা দুই হেলপারের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইপাস সড়কের শিমুলতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-বিতারা ইউনিয়নরে বুধন্ডা গ্রামের সজিব (২৪) এবং সাচার ইউনিয়নের গফুর দিঘীর পাড়ের আতিক (১৬)। 
 
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া উপজেলার শিমুলতুলী এলাকায় মোড় ঘুরাতে গিয়ে পেছনে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ডোবায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দুই হেলপার ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশে পালিয়ে যায়। 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে কচুয়া থানায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত