বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে