Ajker Patrika

‘মুক্তিযোদ্ধাদের ত্যাগেই আমরা স্বাধীন দেশ পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘মুক্তিযোদ্ধাদের ত্যাগেই আমরা স্বাধীন দেশ পেয়েছি’

‘বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। 

আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।   

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো.  আনোয়ার হোসেন বলেন,  চাকরি জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবে না। শুধু অনুভব করা যায়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী বীরপ্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার মো.  রইছ উদ্দিন, ফেনী জেলা কমান্ডার আবদুল মোতালেব, রাঙামাটি জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা কমান্ডার মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত