Ajker Patrika

বাড়ির মেঝেতে পড়ে ছিল রোহিঙ্গা যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
বাড়ির মেঝেতে পড়ে ছিল রোহিঙ্গা যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবির থেকে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশের বলছে, দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে বা শ্বাসরোধ করে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মোহাম্মদ ইলিয়াছ কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা মামুন রশিদের ছেলে। 

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, ‘মঙ্গলবার সকালে কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকে জনৈক ইলিয়াছের বসত ঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে যায়। এ সময় ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মোহাম্মদ ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়।’ 

পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় ঘরটিতে কোনো লোকজন ছিল না। নিহতের গলায় রশি জাতীয় কিছু একটার আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রশি দিয়ে মোহাম্মদ ইলিয়াছ নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অথবা দাম্পত্য কলহের জেরে কেউ তাঁকে খুন করে থাকতে পারে।’ 

ক্যাম্পের রোহিঙ্গাদের বরাতে এপিবিএনের অধিনায়ক হারুনুর রশিদ বলেন, ‘ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে জেনেছি। ইলিয়াছের মৃত্যু রহস্যজনক। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত