Ajker Patrika

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ (২৫) নিহতের স্বামী এবং সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে। 

আদালতের পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রী খুনের মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

মামলার তথ্যমতে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দেয়। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি রোকেয়া তার পরিবারকে জানালে আরও এক লাখ টাকা যৌতুক পারভেজকে দেওয়া হয়। 

পরে আরও দুই লাখ টাকা এনে দিতে রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই বছরের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ তারা দেখতে পান। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়ার পর আদালত পারভেজের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আজ (বুধবার) সাতজনের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত