Ajker Patrika

পাওনা টাকার জন্য কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৮: ০৯
পাওনা টাকার জন্য কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় বকেয়া ৪৫০ টাকার জন্য সাহেদ হোসেন ওরফে শান্ত (১৪) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে গত শুক্রবার রাতে এ ঘটনার একটি ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর কিশোরের বাবা ইউসুফ মিয়া শুক্রবার চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেন। পরে রাতেই এ মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে বুড়িচং থানা-পুলিশ। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩) ও জসিম উদ্দিন (২৭)। 

বুড়িচং থানা ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শান্ত বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে সাহেদ হোসেন শান্তর বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট ক্রয় করেন। এতে ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েক দিন আগে ব্যবসায়ী নাহিদুল তাঁদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এতে ইউসুফ মিয়া এক সপ্তাহ পর টাকা পরিশোধ করবেন বলে জানান। 

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে গত মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন নাহিদুল ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 

নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া জানান, ঈদের দিন শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তাঁর ভাই নাজমুল ও সঙ্গে থাকা আনোয়ার ও জসিম শান্তকে তাঁর বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানাহেঁচড়া করে নাজমুলের বাড়িতে নিয়ে যান। পরে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করেন তাঁরা। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রামপুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে। 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আলম বলেন, উপপরিদর্শক (এস আই) শরীফ রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি একজনকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে আমাদের টিম। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। শনিবার (৭ মে) তাদের আদালতে হাজির করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত