Ajker Patrika

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন উপদেষ্টাবৃন্দ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন উপদেষ্টাবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেছেন উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের কমিটি। আজ শনিবার বিকেলে নগরীর বহদ্দারহাটে বারইপাড়া খাল খনন কার্যক্রম এবং আশপাশের খালের পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে কী করা যায়, সেটা দেখতে আমরা এসেছি। আগামী বর্ষা মৌসুমের আগে কতটুকু করা যায়, যাতে একটা দৃশ্যমান উন্নতি হয়। আগামীকাল (রোববার) আমরা সবার সঙ্গে সার্কিট হাউসে বসব। সেখানে একটা কর্মপরিকল্পনা সিলেক্ট করব। এ কর্মপরিকল্পনা সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হবে।’

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন উপদেষ্টাবৃন্দ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন উপদেষ্টাবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘অন্যবারের উদ্যোগের সঙ্গে এবারের উদ্যোগের পার্থক্য হচ্ছে, যেসব সংস্থা এ কাজগুলো করতে ব্যর্থ, তাদের দায়িত্ব নিতে হবে। এ কাজটা হয় নাই, এ কারণে হয় নাই—এসব অজুহাত কিন্তু শোনা হবে না। ব্যর্থতার যে দায়দায়িত্ব, সেটা তাদের নিতে হবে। আমরা একটা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। না হলে এসব প্রকল্পের আদৌ প্রয়োজন আছে কি না, ভেবে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত