নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম।
রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়।
তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।
নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম।
রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়।
তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।
রাসিক সচিব আড়াই মাস ধরে তাঁদের বিল-সংক্রান্ত প্রায় ২৫০টি ফাইল অফিসের টেবিলে ফেলে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না মেলায় তাঁরা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। কাজও চলমান রাখা যাচ্ছে না।
৪ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে...
২৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
৩৮ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে