Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৫: ৫৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটেছে। 
 
নিহত যুবকের নাম মো. ছালেক (৩৫)। তিনি একই ব্লকের মো. নুর আলমের ছেলে। পুলিশের ধারণ, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে রোহিঙ্গা যুবক মো. ছালেক নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে বোরকা পরিহিত তিন-চারজন দুর্বৃত্ত তাঁকে পথরোধ করে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

ওসি শামীম হোসেন বলেন, ‘কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত