কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. ছালেক (৩৫)। তিনি একই ব্লকের মো. নুর আলমের ছেলে। পুলিশের ধারণ, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে রোহিঙ্গা যুবক মো. ছালেক নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে বোরকা পরিহিত তিন-চারজন দুর্বৃত্ত তাঁকে পথরোধ করে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি শামীম হোসেন বলেন, ‘কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. ছালেক (৩৫)। তিনি একই ব্লকের মো. নুর আলমের ছেলে। পুলিশের ধারণ, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে রোহিঙ্গা যুবক মো. ছালেক নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে বোরকা পরিহিত তিন-চারজন দুর্বৃত্ত তাঁকে পথরোধ করে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি শামীম হোসেন বলেন, ‘কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রাজশাহীর অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেছেন, কোনো সরকারই পুলিশ আইন সংশোধন করবে না। কারণ, আইন সংশোধন করা হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ৪ ছাত্রকে বেদম মারপিট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়িগেট শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবরগুনা থানা-পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
৩৬ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশির। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে