ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশের এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল ও তাঁর কয়েকজন বন্ধু কলেজপাড়ার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় ওঠেন আড্ডা দিতে। সেখানে তাঁরা লুডু খেলতে বসেন। রাত সাড়ে ৮টার দিকে নাজমুলের মোবাইল ফোনে কল এলে তিনি খেলা থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর কয়েকটি শব্দ শোনা গেলে বন্ধুরা খুঁজতে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।
পরে নাজমুলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, ‘আমাদের ফোনে জানানো হয় নাজমুল অ্যাক্সিডেন্ট করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে জানতে পারি সে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশের এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল ও তাঁর কয়েকজন বন্ধু কলেজপাড়ার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় ওঠেন আড্ডা দিতে। সেখানে তাঁরা লুডু খেলতে বসেন। রাত সাড়ে ৮টার দিকে নাজমুলের মোবাইল ফোনে কল এলে তিনি খেলা থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর কয়েকটি শব্দ শোনা গেলে বন্ধুরা খুঁজতে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।
পরে নাজমুলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, ‘আমাদের ফোনে জানানো হয় নাজমুল অ্যাক্সিডেন্ট করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে জানতে পারি সে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলমান আন্দোলনের সপ্তম দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে মৎস্য ভবন মোড় এলাকায় বৃষ্টি নামলেও থামেনি আন্দোলন।
৫ মিনিট আগেশরীয়তপুরের গোসাইরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
৮ মিনিট আগেমামলার বাদী কামরুল হাসান উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মামলায় তিনি স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় সমালোচনার মুখে পড়েন। এর পরিপ্রেক্ষিতে পরদিন মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর মামলা থেকে পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী আদালতে অনাপত্তিপত্র দেন।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
২৭ মিনিট আগে