নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পাকিস্তানি বন্ধুকে অবৈধভাবে লাখ টাকা বেতনের চাকরি দিয়ে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোটি টাকার সম্মানী উত্তোলনের অভিযোগও ওঠে। এ দুই ঘটনার ব্যাখ্যা চেয়ে আইআইইউসি রেজিস্ট্রারকে চিঠি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট-ভিসা অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাকিস্তানি নাগরিককে চাকরি দেওয়ার অভিযোগে গত ২২ নভেম্বর আইআইইউসিকে চিঠি দেয় ইউজিসি। চিঠিতে ইউজিসি আইআইইউসির রেজিস্ট্রারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই চিঠির জবাব দেননি রেজিস্ট্রার।
পরে আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজামুদ্দিন নদভী ও ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ, গাড়ির তেল বাবদ ২ লাখ, চালকের বেতন ৭০ হাজার এবং ব্যক্তিগত সহকারীর বেতন নেওয়াসহ আরও কয়েকটি অভিযোগের বিষয়ে ৭ ডিসেম্বর চিঠি দেয় ইউজিসি। আইআইইউসির রেজিস্ট্রারকে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও ১৯ দিন পার হয়ে যাওয়ার পরও আইআইইউসি এই ব্যাখ্যা দেয়নি।
ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ আইআইইউসিকে পাঠানো চিঠির জবাব এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি নিশ্চিত করে জানান, এখনো ইউজিসির কাঠে চিঠি পৌঁছায়নি।
আইআইইউসি ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেহেতু ব্যাখ্যা চেয়েছে, সেহেতু এই ব্যাখ্যা রেজিস্ট্রারের দেওয়া উচিত ছিল। কারণ, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর মনিটরিং ও নীতিনির্ধারণী সংস্থা। এভাবে তাদের চিঠির ব্যাখ্যা না দেওয়া ঔদ্ধত্যের শামিল। এতে ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন জটিলতার মধ্যে পড়বে।
আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার বিগত দুই মাস ধরে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের নির্বাচনী কাজে যুক্ত। গত দুই মাসে তিনি ১৫-২০ বার ঢাকায় যাওয়া আসা করেছেন। প্রতিবার ঢাকায় অবস্থান করেছেন অন্তত তিন-চার দিন করে। তাঁর ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসার বিমান ভাড়াসহ ঢাকায় অবস্থান বাবদ সব খরচও বহন করা হয়েছে আইআইইউসি থেকে। এ বাবদ প্রায় ২ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন আইআইইউসি হিসাবরক্ষণ বিভাগের একাধিক সূত্র।
এ ছাড়া ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে আইআইইউসি ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে। সে সময় থেকেই তিনি অবস্থান করছেন সাতকানিয়ায়। ১৯ ডিসেম্বর আখতারুজ্জামান কায়সার জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাতকানিয়ার চরতি ইউনিয়নে গণসংযোগ করতে যান। গণসংযোগ শেষে সেখানে দুই পক্ষে মারামারি হয়। ওই সময় আখতারুজ্জামান কায়সার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ছাড়া বিভিন্ন উঠান বৈঠকসহ নির্বাচনী কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন ছবি শেয়ার হয়েছে। তবে ২৩ ডিসেম্বর তাঁকে আইআইইউসির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দেখা গেছে রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে।
আইআইইউসি সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ইউজিসির দেওয়া চিঠির ব্যাখ্যা না দিয়ে আইআইইউসি রেজিস্ট্রারের সাতকানিয়ায় নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। তাঁর ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যথাযথ পালন না করে রাজনীতিতে জড়িয়ে পড়ে ইউজিসির চিঠির ব্যাখ্যা না দেওয়া বা সময়ক্ষেপণ করা অনৈতিক। এমন আচরণ কখনোই পেশাদারিত্ব নয়।
দুটি চিঠির কোনোটির জবাব না দেওয়া প্রসঙ্গে আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে একাধিকবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকেও কল দেওয়া হয়। তিনি আজকের পত্রিকার প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ইউজিসির চিঠির জবাব দেওয়া না হলে কি ধরনের ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে—এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পাকিস্তানি বন্ধুকে অবৈধভাবে লাখ টাকা বেতনের চাকরি দিয়ে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করা হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোটি টাকার সম্মানী উত্তোলনের অভিযোগও ওঠে। এ দুই ঘটনার ব্যাখ্যা চেয়ে আইআইইউসি রেজিস্ট্রারকে চিঠি দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট-ভিসা অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাকিস্তানি নাগরিককে চাকরি দেওয়ার অভিযোগে গত ২২ নভেম্বর আইআইইউসিকে চিঠি দেয় ইউজিসি। চিঠিতে ইউজিসি আইআইইউসির রেজিস্ট্রারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই চিঠির জবাব দেননি রেজিস্ট্রার।
পরে আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজামুদ্দিন নদভী ও ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ, গাড়ির তেল বাবদ ২ লাখ, চালকের বেতন ৭০ হাজার এবং ব্যক্তিগত সহকারীর বেতন নেওয়াসহ আরও কয়েকটি অভিযোগের বিষয়ে ৭ ডিসেম্বর চিঠি দেয় ইউজিসি। আইআইইউসির রেজিস্ট্রারকে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও ১৯ দিন পার হয়ে যাওয়ার পরও আইআইইউসি এই ব্যাখ্যা দেয়নি।
ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ আইআইইউসিকে পাঠানো চিঠির জবাব এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি নিশ্চিত করে জানান, এখনো ইউজিসির কাঠে চিঠি পৌঁছায়নি।
আইআইইউসি ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেহেতু ব্যাখ্যা চেয়েছে, সেহেতু এই ব্যাখ্যা রেজিস্ট্রারের দেওয়া উচিত ছিল। কারণ, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর মনিটরিং ও নীতিনির্ধারণী সংস্থা। এভাবে তাদের চিঠির ব্যাখ্যা না দেওয়া ঔদ্ধত্যের শামিল। এতে ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন জটিলতার মধ্যে পড়বে।
আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার বিগত দুই মাস ধরে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের নির্বাচনী কাজে যুক্ত। গত দুই মাসে তিনি ১৫-২০ বার ঢাকায় যাওয়া আসা করেছেন। প্রতিবার ঢাকায় অবস্থান করেছেন অন্তত তিন-চার দিন করে। তাঁর ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসার বিমান ভাড়াসহ ঢাকায় অবস্থান বাবদ সব খরচও বহন করা হয়েছে আইআইইউসি থেকে। এ বাবদ প্রায় ২ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন আইআইইউসি হিসাবরক্ষণ বিভাগের একাধিক সূত্র।
এ ছাড়া ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে আইআইইউসি ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে। সে সময় থেকেই তিনি অবস্থান করছেন সাতকানিয়ায়। ১৯ ডিসেম্বর আখতারুজ্জামান কায়সার জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাতকানিয়ার চরতি ইউনিয়নে গণসংযোগ করতে যান। গণসংযোগ শেষে সেখানে দুই পক্ষে মারামারি হয়। ওই সময় আখতারুজ্জামান কায়সার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ছাড়া বিভিন্ন উঠান বৈঠকসহ নির্বাচনী কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন ছবি শেয়ার হয়েছে। তবে ২৩ ডিসেম্বর তাঁকে আইআইইউসির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে দেখা গেছে রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে।
আইআইইউসি সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ইউজিসির দেওয়া চিঠির ব্যাখ্যা না দিয়ে আইআইইউসি রেজিস্ট্রারের সাতকানিয়ায় নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। তাঁর ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যথাযথ পালন না করে রাজনীতিতে জড়িয়ে পড়ে ইউজিসির চিঠির ব্যাখ্যা না দেওয়া বা সময়ক্ষেপণ করা অনৈতিক। এমন আচরণ কখনোই পেশাদারিত্ব নয়।
দুটি চিঠির কোনোটির জবাব না দেওয়া প্রসঙ্গে আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সারকে একাধিকবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকেও কল দেওয়া হয়। তিনি আজকের পত্রিকার প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ইউজিসির চিঠির জবাব দেওয়া না হলে কি ধরনের ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে—এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
রাজশাহীর পবা উপজেলায় নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বারনই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল এলাকায় আতিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে...
৩৬ মিনিট আগেলক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে গতকাল রোববার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দুজন হলেন ধজনগরের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার।
৪২ মিনিট আগে