নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মিকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৩টি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আবদুল মাজেদ জানান, গুলিগুলো তাঁদের ছাউনির ওপর দিয়ে যায়। এতে এখানকার লোকজন ছোটাছুটি করতে থাকেন। কারণ গত অক্টোবর মাসের ১৬ তারিখ একটি মর্টালশেল তাঁদের ক্যাম্পে পড়ে এবং একজন নিহত হন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। যারা এখন চিকিৎসাধীন। এ ছাড়া আরও কয়েকটি মর্টারশেল বাংলাদেশ সীমানার অভ্যন্তরে পড়েছে।
২৭১ নম্বর তুমব্রু মৌজা হেডম্যান ক্য হ্লা থোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, ‘আজ সকাল পৌনে ৮টা থেকে একটু পরপর তিনটি মর্টারশেলের আওয়াজ শুনেছেন তিনি। পরে আমি জরুরি কাজে ঘুমধুম চলে যাই।’
তুমব্রু বাজারের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩ টির বেশি মর্টারশেল নিক্ষেপ করে মিয়ানমার বাহিনী। নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তঘেঁষা মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প থেকে এসব মর্টারশেল নিক্ষেপ করা হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আজ সকাল থেকে ২৩ টির অধিক মর্টারশেলের আওয়াজ শুনে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। আবার অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, গত রোববার পতাকা বৈঠক শেষ হল। পরে সপ্তাহের রোববার আসার আগেই সীমান্ত থেকে মর্টারশেলের আওয়াজ আসছে। যা দুঃখজনক। এতে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে তুমব্রু সীমান্তের দায়িত্বরত বিজিবি অধিনায়কসহ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সীমান্তের চাকঢালা-ফুলতলি-পাইনছড়ি পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘আমার দায়িত্বপূর্ণ এলাকায় গত কয়েক দিন আগে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও এখন নেই। তবুও দায়িত্বপূর্ণ পুরো এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ির সীমান্তের ৩৪ পিলার দিয়ে ৫টি মর্টারশেলের বিকট আওয়াজে ঘুমধুমের তুমব্রু বাজারসহ পুরো এলাকা।
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মিকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২৩টি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আবদুল মাজেদ জানান, গুলিগুলো তাঁদের ছাউনির ওপর দিয়ে যায়। এতে এখানকার লোকজন ছোটাছুটি করতে থাকেন। কারণ গত অক্টোবর মাসের ১৬ তারিখ একটি মর্টালশেল তাঁদের ক্যাম্পে পড়ে এবং একজন নিহত হন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। যারা এখন চিকিৎসাধীন। এ ছাড়া আরও কয়েকটি মর্টারশেল বাংলাদেশ সীমানার অভ্যন্তরে পড়েছে।
২৭১ নম্বর তুমব্রু মৌজা হেডম্যান ক্য হ্লা থোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, ‘আজ সকাল পৌনে ৮টা থেকে একটু পরপর তিনটি মর্টারশেলের আওয়াজ শুনেছেন তিনি। পরে আমি জরুরি কাজে ঘুমধুম চলে যাই।’
তুমব্রু বাজারের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩ টির বেশি মর্টারশেল নিক্ষেপ করে মিয়ানমার বাহিনী। নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তঘেঁষা মিয়ানমারের তুমব্রু রাইট ক্যাম্প থেকে এসব মর্টারশেল নিক্ষেপ করা হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আজ সকাল থেকে ২৩ টির অধিক মর্টারশেলের আওয়াজ শুনে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। আবার অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, গত রোববার পতাকা বৈঠক শেষ হল। পরে সপ্তাহের রোববার আসার আগেই সীমান্ত থেকে মর্টারশেলের আওয়াজ আসছে। যা দুঃখজনক। এতে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে জানতে তুমব্রু সীমান্তের দায়িত্বরত বিজিবি অধিনায়কসহ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সীমান্তের চাকঢালা-ফুলতলি-পাইনছড়ি পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘আমার দায়িত্বপূর্ণ এলাকায় গত কয়েক দিন আগে গোলাগুলির শব্দ পাওয়া গেলেও এখন নেই। তবুও দায়িত্বপূর্ণ পুরো এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ির সীমান্তের ৩৪ পিলার দিয়ে ৫টি মর্টারশেলের বিকট আওয়াজে ঘুমধুমের তুমব্রু বাজারসহ পুরো এলাকা।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২১ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২৩ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে