পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
১৭ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে