কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
মাছ লুট নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হ্যান্ডট্রলিযোগে মাছ নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় লুট হওয়া মাছ জব্দ করা হয়।
২৮ মিনিট আগেনিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন মামলাটি করেছেন।
১ ঘণ্টা আগেকসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। রাজনৈতিক কর্মকাণ্ড
১ ঘণ্টা আগে