কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৫ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৫ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৫ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৫ ঘণ্টা আগে