Ajker Patrika

শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষ, যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আজ বুধবার বেলা ১টার দিকে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।

আহত ব্যক্তিরা হলো রাস্তা পার হতে যাওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়েশা আক্তার (৬), অটোরিকশার যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।

এনামের বাবা খোরশেদ আলম জানান, তাঁর ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। বাড়িতে আসার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তিনি। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর বাবা।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামের শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামের অটোরিকশাযাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত