চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আজ বুধবার বেলা ১টার দিকে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।
আহত ব্যক্তিরা হলো রাস্তা পার হতে যাওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়েশা আক্তার (৬), অটোরিকশার যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।
এনামের বাবা খোরশেদ আলম জানান, তাঁর ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। বাড়িতে আসার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তিনি। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর বাবা।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামের শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামের অটোরিকশাযাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আজ বুধবার বেলা ১টার দিকে দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক এনাম হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।
আহত ব্যক্তিরা হলো রাস্তা পার হতে যাওয়া সদরের দেবপুর গ্রামের শিশু আয়েশা আক্তার (৬), অটোরিকশার যাত্রী হাজিগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের হেঞ্জু মিয়া (৬২), ফরিদগঞ্জের সীমা আক্তার (২৩), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মো. পারভেজ (২৩), হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মো. শিহাব (১৭)।
এনামের বাবা খোরশেদ আলম জানান, তাঁর ছেলে ঢাকার গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। বাড়িতে আসার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তিনি। এনাম এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান তাঁর বাবা।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী অটোরিকশা ঘটনাস্থল অতিক্রম করার সময় আয়েশা নামের শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি আহত হয় এবং অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এনাম নামের অটোরিকশাযাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাটি হাজীগঞ্জ চাঁদপুর থানা সীমান্ত এলাকায়। ঘটনার পর যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৭ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
১১ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
১৫ মিনিট আগেমরণফাঁদে পরিণত হয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশ। খানাখন্দ আর বড় বড় গর্তে এই অংশের ৩২ কিলোমিটার চলাচলের অনুপযোগী। তবু ঝুঁকি নিয়ে ছুটে চলছে যানবাহন। ভোগান্তির এই যাত্রায় অনেক সময় ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
২৩ মিনিট আগে