Ajker Patrika

চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টানা ১৬ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রয়েছেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। তাঁকে ঘিরে নানা আলোচনা সমালোচনা রয়েছে। তাঁর পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ ব্যানারে একদল নগরবাসী। পদত্যাগ না করলে হেনস্তার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

আজ রোববার বেলা ১২টায় নগরীর চট্টগ্রাম ওয়াসার এমডি কার্যালয়ে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ থেকে পদত্যাগে ২৪ ঘণ্টার এই আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে পদত্যাগের পাশাপাশি ১৭ দফা দাবিও উত্থাপন করা হয়েছে। 

ভোক্তাদের জাতীয় সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন এবং চট্টগ্রাম নগর কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

বিক্ষোভকারীরা বলেন, ‘স্বৈরশাসক খুনি হাসিনা সরকারের খুব আপনজনদের একজন আপনি। সুতরাং আমরা চাই স্বৈরশাসকের অনুসারীরা এ রাষ্ট্র পরিচালনায় থাকবে না। তাই অতিসত্বর চট্টগ্রাম ওয়াসার এমডি থেকে পদত্যাগ করুন। এ স্বৈরশাসকের শাসনামলে নানা লুটপাট থেকে শুরু করে নৈরাজ্যের মাধ্যমে...এটা জাতির কাছে স্পষ্ট এবং দৃশ্যমান। স্বৈরশাসকের কোনো দোসরকে এ পদে রাখব না।’ 

এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ দাবি করে বলেন, ‘আমি কোনো স্বৈরশাসকের দোসর না। তাঁদের কারও সঙ্গে আমার যোগাযোগও ছিল না।’ 

এ সময় বিক্ষোভকারীদের একজন বলেন, ‘তাহলে আপনার বিগত ১৬ বছর ধরে এ চুক্তিভিত্তিক নিয়োগ কে দিয়েছে?’ তখন এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘বোর্ড থেকে দেওয়া হয়েছে।’ তখন আবারও তাঁরা স্বৈরশাসকের দোসর বলে স্লোগান দিতে থাকে ‘দফা এক দাবি এক; এমডির পদত্যাগ’। 

ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘আমি সরকার নিযুক্ত লোক; কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। আজকে মানুষদের কথায় চলে গেলাম। তখন সরকার আমার থেকে জানতে চাইবে আমি গেলাম কেন?’ পরে বিক্ষোভকারীরা এমডিকে তাঁর পদ থেকে নিজ উদ্যোগে সরে যেতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করেন। 

বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে এমডি ফজলুল্লাহ’র আয়কর বিবরণী ২০০৯-২০২৪ এবং সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ, ফজলুল্লাহর ভ্রমণ বিল (২০০৯-২০২৪) এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা ও অবিলম্বে স্বৈরচারী সরকারের পোষ্যদের নিয়ে গঠিত বোর্ড বাতিল করাসহ ১৭ দফা দাবি উত্থাপন করেন। 

তথ্যমতে, ২০০৯ সালের ওয়াসার বোর্ড চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকারের প্রভাবে খাঁটিয়ে চট্টগ্রাম ওয়াসা বোর্ড গঠন করে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি হলে প্রথম দফায় তিন মাসের জন্য এমডির দায়িত্ব পান তিনি। সেই থেকে আজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন একটানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত