Ajker Patrika

হাতিয়ার মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
Thumbnail image

নোয়াখালী জেলার হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকায় মেঘনা নদী থেকে অভিযান করে এসব জাল জব্দ করা হয়। 

হাতিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারি কয়েকজন জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ ধরছে। এমন সংবাদে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়। এ সময় নৌ-পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা পালিয়ে যান। 

পরে জব্দ করা কারেন্ট জালগুলো নলচিরা ঘাটে এনে গণ্যমান্য ব্যক্তি, ঘাটের লোকজন ও স্থানীয় জেলেদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। 

এ ব্যাপারে নৌ-পুলিশের নলচিরা স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী বলেন, মাঝে মাঝে কিছু অসাধু জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ শিকারের চেষ্টা করে। আমরা সকাল-বিকেল দুই সময়ে ভাগ করে নদীতে অভিযান পরিচালনা করে থাকি। কারেন্ট জালের বিষয়ে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত