নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার টাইম বাজার মেহেদীপাড়ার আব্দুর রহমানের ছেলে জাফর (৩০), একই জেলার দক্ষিণ রুমালিয়ার ছাড়া এলাকার ফজলে করিমের ছেলে সাব্বির আহমেদ অভি (৩০) ও ঝিলংজা পিটি স্কুল এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (২৯)।
পুলিশ জানায়, নোয়াখালী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলায় উত্তর পাশের কক্ষে চোরাই মোবাইল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম রানার নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে চোরাই বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার টাইম বাজার মেহেদীপাড়ার আব্দুর রহমানের ছেলে জাফর (৩০), একই জেলার দক্ষিণ রুমালিয়ার ছাড়া এলাকার ফজলে করিমের ছেলে সাব্বির আহমেদ অভি (৩০) ও ঝিলংজা পিটি স্কুল এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (২৯)।
পুলিশ জানায়, নোয়াখালী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলায় উত্তর পাশের কক্ষে চোরাই মোবাইল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম রানার নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে চোরাই বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর–আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
১১ মিনিট আগেভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবার ডুবছে ফেনী। ফেনীতে তেমন বৃষ্টি না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ভাঙা স্থান দিয়ে নদীর পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত করছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল থেকেই
১৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
২১ মিনিট আগেপাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে