Ajker Patrika

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ বিভিন্ন মামলার ২৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ বিভিন্ন মামলার ২৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

মো. রফিকুল ইসলাম জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। এই অভিযানে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রসঙ্গত, সম্প্রতি পর্যটন শহরে ছিনতাই ও খুনখারাবি বেড়েছে। মাত্র ১২ দিনের ব্যবধানে শহর ও আশপাশে পাঁচজন খুন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত