Ajker Patrika

বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৫৪
Thumbnail image

বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি। তাদের নেই কোনো লাইসেন্স, নেই গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ। অল্প বয়সেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ি ও যাত্রীদের জানমালের দায়িত্ব। এ যেন কানার হাতে কুড়াল তুলে দেওয়ার নামান্তর। 

জানা যায়, বিজয়নগরের তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই এখন অপ্রাপ্তবয়স্ক। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রীবোঝাই গাড়ি নিয়ে ছুটছে বিজয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ ছাড়া রয়েছে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এসব অপ্রাপ্তবয়স্ক চালকের বিচরণ এখন বিজয়নগরের অলিতে গলিতে। তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া তাদের ট্রাক্টর ও মিনি ট্রাক নিয়েও রাস্তায় দেখা যায়। অদক্ষ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে যানজট। দিন দিন বেড়েই চলেছে অদক্ষ চালকদের সংখ্যা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 

এসবের কারণে দেশের প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে যাত্রী ও পথচারীরা চরম আতঙ্কে রয়েছে। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে গাড়ির মালিদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রতিকারের দাবি জানিয়েছে। 

অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়ির এক যাত্রী মিরাজ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্রামের যাত্রীরা চলাচল করতে এত কিছু বোঝে না। তাই তারা কিছু বলে না। তবে বিষয়টা গুরুত্বসহকারে দেখা উচিত। 

উপজেলার বিন্নিঘাট এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার ছেলে শ্যামল মিয়ার (১২) সঙ্গে কথা বললে সে জানায়, গত দুই বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে সে। ৩০০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে। 

সিএনজি সমবায় সমিতির নেতা মো. খালেক বলেন, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন যাতে তুলে না দেয়ণ, এর জন্য আমরা এর মালিকদের সতর্ক করে দিচ্ছি। 

এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছি। অপ্রাপ্তবয়স্ক চালক ও গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত