Ajker Patrika

স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীর প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত: কোটা আন্দোলন প্রশ্নে আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫: ৫২
স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীর প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত: কোটা আন্দোলন প্রশ্নে আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার তো বলার অপেক্ষা রাখে না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত। এ কথা অস্বীকার করতে পারব না।’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা ঘরে ফিরে যাবে।’

আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায়, সে ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব হলো জনগণের জান-মাল রক্ষা করা; জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সরকারের দায়িত্ব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত