Ajker Patrika

পূর্বশত্রুতার জেরে কৃষকের ১৫০০ ফল গাছ কেটে ফেলার অভিযোগ

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
পূর্বশত্রুতার জেরে কৃষকের ১৫০০ ফল গাছ কেটে ফেলার অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে একটি ফল বাগানের দেড় হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর গ্রামে কৃষক আব্দুর রহিমের বাগানে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম। 

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান, প্রায় ১০ একর জায়গা জুড়ে ১৫০০ ফলের গাছ রোপণ করেছিলেন তিনি। বাগানটি পেঁপে, আম এবং মাল্টা ফলের চারা লাগিয়েছিলেন। বাগান পরিচর্যায় ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও লিজ মানিসহ সব মিলে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন বলে জানান তিনি। 

আব্দুর রহিম আরও জানান, করোনাকালীন সময়ে পুঁজি না থাকা লোন নিয়ে এই বাগান করেছিলেন তিনি। কিন্তু তাঁর প্রতিবেশী মণির হোসেনের সঙ্গে এই জমি নিয়ে বিরোধ দেখা দেয় তাঁর। এরই জের ধরে প্রতিবেশী মণির বিভিন্ন ভাবে তাঁর জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তাঁকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতেন। জমি ছেড়ে না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মণির এবং তাঁর সহযোগী হাসান, শান্ত, সুফিয়ানসহ আরও অনেকে তাঁর বাগানের ফল গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মণির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই ঘটনায় তিনি জড়িত নন। 

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজির চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত