কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।
কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আজিম নামে এক যুবক। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আহত আবদুল আজিজ এবং তাঁর ছেলে তামিম ইকবাল (৬) ও মেয়ে মাইমুনা বেগমকে (২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে আবদুল আজিজের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ছেলে তামিম ইকবাল ও মেয়ে মাইমুনা বেগম আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আবদুল আজিজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুল আজিজের মামি মর্তুজা বেগম জানান, আবদুল আজিজের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় সময় তাঁর স্ত্রী রোকেয়ার ঝগড়াঝাঁটি হতো। কিছুদিন আগে আজিজ সাগরে মাছ ধরতে গেলে দুই সন্তানসহ বাবার বাড়িতে চলে যান তাঁর স্ত্রী রোকেয়া। গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাগর থেকে ফিরে এসে আজিজ জানতে পারেন তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই দিন রাতে স্ত্রী এবং সন্তানদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোকেয়া এবং শাশুড়ি আবদুল আজিজকে মারধর করে। এরপর মধ্যরাতে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন।
মর্তুজা বেগম আরও জানান, অপমান সইতে না পেরে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে ধানখেতে নিয়ে গিয়ে প্রথমে তার দুই সন্তানকে এবং পরে নিজে কীটনাশক পান করেন আজিজ। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে