Ajker Patrika

চট্টগ্রামে মাদক মামলায় ১১ বছর পর একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে ১১ বছর আগে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডিত হাছান শরীফ (৩৯) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদণ্ডি এলাকার আবুল কালামের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ ঘটনায় মাদক নিয়ে ধরা পড়ার পর আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। আজ সোমবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ফুয়াদ বলেন, আসামির বিরুদ্ধে সাজা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি নগরীর সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চালানোর সময় হাছান শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে বাস থেকে নামিয়ে আনা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অনেক প্যাকেটযুক্ত জ্যাকেটে ৪০ বোতল ফেনসিডিল পায় পুলিশ।

এ ঘটনায় তখন পাহাড়তলি থানায় দায়ের হওয়া মামলায় ২০১৩ সালের ১৯ জুন আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার শরীফকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত