Ajker Patrika

জেলা আদালতেও বাবুনগরীর প্রেস সচিবের জামিন আবেদন নামঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
জেলা আদালতেও বাবুনগরীর প্রেস সচিবের জামিন আবেদন নামঞ্জুর

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের তিন মামলায় জেলা আদালতেও ইনামুল হাসানের জামিন নামঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। ইনামুল হাসান হেফাজতে ইসলামের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ছিলেন।

চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুরের আদেশে অসন্তুষ্ট হয়ে জেলা আদালতে মিস মামলা (আপিল) করেন আসামি। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষের জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেফাজত কর্মীরা হঠাৎ রাস্তায় নামে। হাটহাজারী, পটিয়া ও ব্হ্ড়িয়ায় পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। গত ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত