Ajker Patrika

দুর্যোগপূর্ণ আবহাওয়া, হাতিয়ায় নৌ-যোগাযোগ বন্ধ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আজ বুধবার সকাল থেকে হাতিয়ায় নলচিরা ঘাটে নৌ পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার সকাল থেকে হাতিয়ায় নলচিরা ঘাটে নৌ পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এতে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার।

সকাল থেকে নৌ পুলিশের সদস্যদের নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। ঘাটে ছোট নৌযানগুলো নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তাঁরা।

এদিকে হাতিয়ায় সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। মাঝেমধ্যে বৃষ্টি হতে দেখা গেছে। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা তিন নম্বর সতর্কসংকেতের আওতায় আছে। এ জন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত