লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাকির হোসেন সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় শাশুড়িকে কোপানো হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তারপর থেকে পলাতক রয়েছে জাকির হোসেন সুমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, দ্বিতীয় বিয়ের খবর শুনে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেন জাকির হোসেন সুমন। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ,তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে জাকির হোসেন সুমনের সঙ্গে রামগতি উপজেলার চরবাদামের চরকলাকোপা এলাকার বাদশা মিয়ার মেয়ে রাশেদা আক্তারের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিরোধ লেগে ছিল। যৌতুকের টাকার জন্য রাশেদা আক্তারের ওপর জাকির হোসেন সুমন নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকেরা। একপর্যায়ে রাশেদাকে বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা-মা। ২০ দিন আগে গোপনে রাশেদা আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তাঁর পরিবার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, অনেক দিন পার হয়ে গেলেও স্ত্রী রাশেদা ফিরে না আসায় বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান জাকির হোসেন সুমন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থা আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাকির হোসেন সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় শাশুড়িকে কোপানো হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তারপর থেকে পলাতক রয়েছে জাকির হোসেন সুমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, দ্বিতীয় বিয়ের খবর শুনে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেন জাকির হোসেন সুমন। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ,তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে জাকির হোসেন সুমনের সঙ্গে রামগতি উপজেলার চরবাদামের চরকলাকোপা এলাকার বাদশা মিয়ার মেয়ে রাশেদা আক্তারের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিরোধ লেগে ছিল। যৌতুকের টাকার জন্য রাশেদা আক্তারের ওপর জাকির হোসেন সুমন নির্যাতন চালাতেন বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকেরা। একপর্যায়ে রাশেদাকে বাড়িতে নিয়ে আসেন তাঁর বাবা-মা। ২০ দিন আগে গোপনে রাশেদা আক্তারকে অন্যত্র বিয়ে দেয় তাঁর পরিবার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, অনেক দিন পার হয়ে গেলেও স্ত্রী রাশেদা ফিরে না আসায় বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান জাকির হোসেন সুমন। তখন স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসব নিয়ে বাগ্বিতণ্ডা শুরু করেন জাকির। একপর্যায়ে স্ত্রী রাশেদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকেন। এ সময় রাশেদার বাবা বাদশা মিয়া ও মা আঙ্কুরি বাধা দিতে এলে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা আক্তার ও তাঁর বাবা বাদশা মিয়া মারা যান। আহত অবস্থা আঙ্কুরিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩৩ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩৫ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে