Ajker Patrika

বেগমগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৩
বেগমগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ট্রাক্টর চাপায় মো. বাদল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাদল রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদিনগর গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধুসহ মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারের দিকে আসছিলেন বাদল। সন্ধ্যায় বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছার পর সামনে থাকা ইটবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে সড়কে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় বাদল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী।

স্থানীয়রা জানিয়েছেন, বাদলের বুকের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত