Ajker Patrika

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১০: ৪০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হারেসের নেতৃত্বে দুই ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন উপজেলার সন্দ্বীপি পাড়ার দেলোয়ারের ছেলে রিনাত মিয়া (২০) ও মৌলভী মনির উল্লাহর ছেলে আবু ছাদেক (২৩)।

তাঁদের দুজনকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শী মো. ইমতিয়াজুল হক বলেন, ‘সন্ধ্যার পর রিনাত, সাদেকসহ আমরা কয়েকজন বন্ধু বায়ুবিদ্যুৎ এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাত্রলীগ নেতা আবু হারেসের নেতৃত্বে কয়েকজন এসে আবু সাদেকের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় এগিয়ে গেলে রিনাতের ওপরও হামলা করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করি।’

আবু সাদেক ও আবু হারেসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।

কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল মান্নান বলেন, ‘মো. রিনাত আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সহপ্রচার সম্পাদক এবং আবু সাদেক ছাত্রদলের নেতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রিনাতের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রদল নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আহতদের পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত