Ajker Patrika

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের সীতাকুণ্ডে তাহমিনা আক্তার টুম্পা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর নতুনপাড়া এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাহমিনা আক্তার আকিলপুর নতুনপাড়া এলাকার দুবাই প্রবাসী মো. আলমগীরের স্ত্রী। 

পুলিশ জানিয়েছেন, রাতে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে টুম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানান। পরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহটি উদ্ধার করেন। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা আজকের পত্রিকাকে বলেন, তাহমিনা আক্তারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আপাতত আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত